এই সরকারের অধীনে কাউকে নির্বাচনে যেতে দেয়া হবে না : বিএনপি
- আপডেট সময় : ০৮:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া হবে না এবং কাউকে যেতেও দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, প্রশাসনের সব স্তরে দলীয় ভিত্তিতে লোক নিয়োগ দেয়া হচ্ছে। নতুন নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে অনেকের নূন্যতম যোগ্যতাও নেই। দুপরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রয়াত হান্নান শাহ’র পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করে বিএনপি। এতে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে বাঁচাতে হলে ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
প্রশাসনের সব স্তরে দলীয় ভিত্তিতে লোক নিয়োগ দেয়ার অভিযোগ করেন মির্জা ফখরুল। নতুন নিয়োগ পাওয়া বিচারকদের নূন্যতম যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
স্মরণসভায় দলের স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, কাউকে যেতেও দেবে না।
সভায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।