এএফসি কাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের জয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
এএফসি কাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ভারতীয় ক্লাব গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ প্রতিনিধিরা।
টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় বসুন্ধরা। ম্যাচের ৩৬ মিনিটে দলের ব্রাজিলীয় তারকা রবসনের গোলে এগিয়ে যায় কিংস। বিরতি থেকে ফিরে নুহা মারাং এর গোলে লিড দ্বিগুন করে অস্কার ব্রুজন শিষ্যরা। ম্যাচের ৭৫ মিনিটে জর্ডেইন ফ্লেচারের গোলে ব্যবধান কমায় গোকুলাম কেরেলা। তবে, ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধারা কিংস। প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে হারিয়েছিলো বসুন্ধরা। পরের ম্যাচে মোহন বাগানে সঙ্গে বড় ব্যবধানে হারে তারা।