এএফসি কাপ বাছাই পর্বে আজ শেষ হচ্ছে বাংলাদেশের মিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
এএফসি কাপ বাছাই পর্বে আজ শেষ হচ্ছে বাংলাদেশের মিশন। শেষ ম্যাচে জামাল ভূইয়াদের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।
টানা দুই হারে এএফসি কাপের বাছাই পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাহরাইনের পর শেষ ম্যাচে লড়াই করেও তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেছে ক্যাবরেরা শিষ্যরা। শেষ ম্যাচেও দাপুটে ফুটবল খেলতে চায় বাংলাদেশ। দু’দলের রেংকিং পার্থক্য ছাপিয়ে মালয়েশিয়াকে হারাতে চান জামাল ভূইয়ারা। রেংকিংয়ের মতো অতীত পরিসংখ্যানেও পিছিয়ে বাংলাদেশ। দু’দলের ৮ বারের দেখায় মাত্র একবারই মালেয়শিয়াকে হারাতে পেরেয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। মালেয়শিয়ার ৬ জয়ের বিপরীতে ২ ম্যাচ হয়েছে ড্র।