করোনার ভয়াবহতা বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউনের আভাস
- আপডেট সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের প্রয়াত দুই নেতা- প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একই দিনে এমন দু’জনের মৃত্যু, দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। করোনার অস্বাভাবিক পরিবেশে সরকার সীমিত পরিসরে কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা সংসদে বলেন, স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে কাজ করতে হবে। করোনার ভয়াবহতা বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউনেরও আভাস দেন প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদে ১০ জুন থেকে চলছে বাজেট অধিবেশন। চলতি অধিবেশনের তৃতীয় দিনের মাঝেই সংসদ হারিয়েছে বর্ষীয়ান সদস্য মোহাম্মদ নাসিমকে। আর শনিবার রাতে মারা যান মন্ত্রিপরিষদের টেকনোক্র্যাট সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
রেওয়াজ অনুযায়ী সংসদ সদস্য মোহাম্মদ নাসিম এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে জাতীয় সংসদে এই শোক আলোচনা। শোক বিহ্বল সহযোদ্ধারা স্মরণ করেন এ দুই নেতার কর্মময় জীবন।
দল ও দেশের প্রতি আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনে দলের প্রবীণ ও পরীক্ষিত দুই নেতার ভূমিকার কথা তুলে ধরেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগকে একটি পরিবার উল্লেখ করে বর্তমান পরিস্থিতে অসহায়ত্ব প্রকাশ করে সরকার প্রধান বলেন, বোমা, গুলি, যুদ্ধকে ভয় করিনি। করোনার বিরুদ্ধেও যুদ্ধ চালিয়ে যেতে হবে।
করোনা যুদ্ধে জয়ী হতে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সরকার প্রধান আরো বলেন, জীবন ধারণের পথ সচল রাখতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
সংসদ নেতার বক্তব্য শেষে প্রয়াত সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সংসদের বৈঠক সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মূলতবি করেন স্পীকার।