একটি মতলবি মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
একটি মতলবি মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বলেন, যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল, তাদেরকে দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ৬৪ জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং এক কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে। সেতুমন্ত্রী বলেন,করোনা মহামারির এ সময় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে। এ থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরী।