একদিনে সর্বোচ্চ মৃত্যু, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরো ৬ জন
- আপডেট সময় : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরো ৬ জন, যা এ পর্যন্ত সারাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৪২৪ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৩৭ জনই ঢাকার বাসিন্দা।
দেশের করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি জানাতে, শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হয়, স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিং।
সবশেষ তথ্য তুলে ধরে আইইডিসিআর পরিচালক জানান, আগের ২৪ ঘণ্টায় দেশে করোনা আরো ৬ জন মারা গেছে। এর মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী।
একই সেময়ে নতুন করে ৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে জানিয়ে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এদের মধ্যে ঢাকায় ৩৭ আর নারায়নগঞ্জে ১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৮৪টি। যা আগের দিনের তুলনায় ৩১ শতাংশ বেশি।
স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন অধ্যাপক ডা সানিয়া তাহমিনা।