একদিন বিরতি দিয়ে আবারও মাঠে ফিরছে বঙ্গবন্ধু বিপিএল

- আপডেট সময় : ১২:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
একদিন বিরতি দিয়ে আবারও মাঠে ফিরছে বঙ্গবন্ধু বিপিএল। যথারীতি রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম খেলায় মিনিস্টার ঢাকার মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দিনের দ্বিতীয় বিগ ম্যাচে বিকেল সাড়ে ৫টায় লড়বে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দিনের দ্বিতীয় বিগ ম্যাচে বিকেল সাড়ে ৫টায় লড়বে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয় দিয়ে আসর শুরু করেছে খুলনা ও ফরচুন বরিশাল। চট্টগ্রামকে হারিয়েছে বরিশাল, আর ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে খুলনা টাইগার্স। অন্যদিকে, প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঢাকাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই উড়তে থাকা খুলনার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বন্দর নগরীর দলটি। ছন্দ ধরে রাখতে আর ঘুরে দাঁড়াতে চার দলই মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে। ঢাকার বিপক্ষে জয় পেতে আশাবাদী বরিশালের হেডকোচ খালেদ মাহমুদ সুজন। এদিকে, বরিশাল দলে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটার ক্রিস গেইল।