একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলে এ দেশের উন্নতি হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলে এ দেশের উন্নতি হবে।তিনি বলেন, আওয়ামী সরকারের লক্ষ্য একটাই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। দুপুরে রংপুরের তারাগঞ্জে পথসভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে সহিংসতার কোন স্থান নেই। রংপুরের মানুষকে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রচারনার অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি কলেজ মাঠে পথসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, মঙ্গা থেকে মুক্তি পেয়ে উত্তরবঙ্গে এখন উন্নয়নের সুবাতাস বইছে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, মা-বাবা, ভাইসহ স্বজনদের হারিয়ে শুধুমাত্র দুঃখী মানুষের মূখে হাসি ফোটাতে রাস্তায় নেমেছি।
পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে কোন সহিংসতার স্থান নেই।
রংপুর-২ আসনে মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে তারাগঞ্জবাসী কে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান শেখ হাসিনা।