একাত্তরের এই দিনে চারদিকে উড়তে থাকে বাঙালির বিজয় নিশান
- আপডেট সময় : ০৩:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
একাত্তরের আজকের এই দিনে চারদিকে উড়তে থাকে বাঙালির বিজয় নিশান। বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। অকুতোভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢুকে পড়ে ঢাকায়। নিরস্ত্র জনতা রাস্তায় নেমে আসে। তাদের রক্তে ছিল সশস্ত্রের গর্জন। অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই বীর যোদ্ধারা।
এক নদী রক্ত পেরিয়ে, বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
শোধ হবারিই নয়। তাইতো বাংলার সেই চিরচায়িত সত্যকে ধারণ করে এগিয়ে যাচ্ছে দেশ। অসম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আরো অনেক দূর এগোতে হবে বলে জানান এই সূর্য সন্তান।
দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে নিতে ধর্মের অপব্যাখ্যা দিয়ে এখনো দেশি বিদেশী ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।
রণাঙ্গণের এই সৈনিক আরো বলেন, মুক্তিযুদ্ধের মূল মন্ত্রকে ধারণ করে সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাই আরো বেশি সচেষ্ট থাকতে হবে।
মুক্তিযুদ্ধের স্বপ্নের পূর্ণতা আসবে যখন প্রতিটি ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছাবে, এমনটাই মনে করেন দেশের এই সূর্য সন্তান।