একাত্তরের পরিত্যক্ত মর্টারশেল থেকে গোবিন্দগঞ্জের বিস্ফোরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নাশকতা নয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিস্ফোরণ ঘটেছে পরিত্যক্ত একটি মর্টারশেলের কারণে। এ ঘটনায় বাড়ির মালিক বোরহান উদ্দিন, অহেদুল মিয়া ও রানা মিয়া নিহত।
সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম আরো বলেন, বোমা নিষ্ক্রিয়কারীরা বাড়িটি পরিদর্শনের সময় পরিত্যক্ত মর্টারশেলের অংশ বিশেষ পায়। সেখানে সন্ত্রাসী তৎপরতার কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনায় পর বাড়ির মালিক বোরহানের মা ও তার স্ত্রীসহ পরিবারের ৫জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে । এছাড়া বিস্ফোরণের পর শরীরে ক্ষত নিয়ে পালানোর সময় মশিউর রহমান নামে এক যুবককে আটক করা হয়। বুধবার বিকেলে নয়াপাড়া গ্রামে বোরহান উদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।