একুশে টেলিভিশনের সালামের বিরুদ্ধে অর্থপাচারের মামলা বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫২৯ বার পড়া হয়েছে
একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থপাচারের মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। তবে উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে দুদক।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের দ্বৈত বেঞ্চ আজ এ রায় দেন। এর আগে গত ৭ নভেম্বর এ মামলায় জারি করা রুলের শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখে আদালত। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রায়ের প্রতিক্রিয়ায় তিনি জানান, উচ্চ আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে দুদক। ২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছিল।