একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই
- আপডেট সময় : ১০:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই। শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
রিয়াজ উদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন। গত ২১ ডিসেম্বর তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন। রিয়াজ উদ্দিন আহমেদ ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’ এবং ‘দ্য নিউজ টুডে’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি চারবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে বেশ কয়েকবছর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন রিয়াজউদ্দিন আহমেদ। কাল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে, বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হবে।