একের পর এক মেগাপ্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশকে দ্রুত উন্নয়নের মহাসড়কে নিতে সাহসের সাথে একের পর এক মেগাপ্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এরই অংশ হিসেবে আগামী বছরের শেষদিকে ঢাকার কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শনে এসে মন্ত্রী একথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ২০২২ সালের ডিসেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের দক্ষিণ কাওলা থেকে তেজগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। এটি চালু হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে। পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়বে জিডিপিতে। এসময় সার্বিক কাজের অগ্রগতি ৩০ দশমিক ৫ ভাগ হয়েছে বলেও জানান তিনি। আর কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশে শেষ হয়েছে ৬০ ভাগ কাজ। সেতুমন্ত্রী আরো বলেন, করোনার কারণে সেতুর কাজ বাধাগ্রস্ত হয়েছে। তারপরও মূল প্রকল্পের কাজের অগ্রগতি ভালো হওয়ায় ২০২২ সালের মধ্যে কাওলা থেকে মগবাজার পর্যন্ত অংশের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ অংশের কাজ শেষ হলেই বছরের শেষ নাগাদ কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত এক্সপ্রেস ওয়ে চালু হবে। পুরো প্রকল্পটি চালু হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে বলে জানান তিনি।