এক্সপ্রেসওয়ে ঢাকা মহানগরীর যানজট নিরসন করবে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সরকার পতন তো দূরের কথা, নিজেদের অস্তিত্ব নিয়ে দুশ্চিন্তায় আছে বিএনপি। তারা যাতে অরাজকতা করতে না পারে সেজন্য আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শেরেবাংলা নগর পুরনো বাণিজ্য মেলা মাঠ পরিদর্শনকালে তিনি একথা বলেন। শনিবার এখানেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সপ্রেসওয়ে ঢাকা মহানগরীর যানজট নিরসন করবে বলেও জানান ওবায়দুল কাদের।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শাহজালাল বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি শেরেবাংলা নগর পুরনো বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে এখানেই হবে সুধী সমাবেশ। শুক্রবার এক্সপ্রেসওয়ের সুধী সমাবেশ স্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশস্থল পরিদর্শন শেষে সেতুমন্ত্রী সাংবাদিকদের জানান, এই এক্সপ্রেসওয়ে ঢাকা শহরের যানজট নিরসনে ভূমিকা রাখবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেরাই অস্তিত্ব সংকটে আছে। আন্দোলনের তরঙ্গ থেকে সরকারকে ধাক্কা দিতে তারা সক্ষম নয়। বিদেশীদের কাছে আওয়ামী লীগ নয়, বিএনপিই ধরণা দিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।