এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে সে বিষয়ে দৃষ্টি দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামীর বিশ্বে বাংলাদেশকে সমৃদ্ধ করতে কৃষি ও বৃক্ষরোপণে সবাইকে অংশ নিতে হবে। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে ১ কোটি চারা বিতরণ, রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে ১ কোটি চারা বিতরণ, রোপন ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২০ এর উদ্বোধন করেন।
গণভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তেঁতুল, চালতা ও ছাতিয়ান গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশে ১ কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন- প্রতিপাদ্য নিয়ে এ কর্মসূচি পালিত হচ্ছে। এসময় প্রধানমন্ত্রী যেখানে খালি জমি সেখানেই গাছ লাগানোর আহ্বান জানান সবাইকে।
প্রধানমন্ত্রী বলেন, সততা ও সাহস নিয়ে যার যার অবস্থানে কাজ করলে করোনা মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে।পরে সারাদেশে ৪৯২টি উপজেলায় ২০, ৩২৫ টি করে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বপন করা হবে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম বজায় রেখে ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।