এক ঘন্টা চেষ্টায় চট্টগ্রাম বন্দরের আগুন নিয়ন্ত্রণে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন ৮ নম্বর ইয়ার্ডে একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ৭ টার দিকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুই ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর কর্তৃপক্ষ জানায়, নন ডেঞ্জারাস কার্গো ঘোষণা দিয়ে পণ্যবাহী একটি কনটেইনার গত ৯ মে চায়না থেকে চট্টগ্রাম বন্দরে আনা হয়। নন-অ্যানিম্যাল হেলথ প্রোডাক্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই কন্টেইনার আমদানী করে। কন্টেইনারের ভেতরে ইলেকট্রনিক্স পণ্য থাকার বিষয়টি আমদানীকারক গোপন করায় কন্টেইনারটি ট্রাফিক বিভাগের স্লটে সাধারণ কন্টেইনারের সঙ্গে রাখা হয়।সকাল হঠাৎ করেই ওই কনটেইনারে আগুন লাগে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও অতিরিক্ত তাপে কোন একটি পণ্য বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।