এক চালানেই প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দরের ফিশ মিলের ভিতর থেকে মূল্য ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
পণ্য চালানটি গতকাল দুপুরে বেনাপোল বন্দরের ৩১ নম্বর সেড থেকে জব্দ করা হয়। কাস্টমস সূত্রে জানা গেছে, একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারত থেকে ৫০ মেট্রিক টন ফিশ মিল ঘোষণা দিয়ে পণ্যটি আমদানি করেন। কিন্তু ঘোষণার বেশী শুটকি আনা হয়। রপ্তানি করে ভারতের ইনোভেটিভ নামে এক রপ্তানিকারক প্রতিষ্ঠান। চালানটি ভারতীয় তিনটি ট্রাকে বেনাপোল বন্দরে মঙ্গলবার সন্ধ্যায় প্রবেশ করে। বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, চালানে বিপুল পরিমাণে শুটকি মাছ পাওয়া গেছে। জব্দকৃত চালানে প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁসি দেয়া হচ্ছিল। কাস্টমস আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।