এক ছাত্র ও তিন শিক্ষক দিয়ে চলছে ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম
- আপডেট সময় : ০৩:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
খুলনায় দুই বছর ধরে চলছে এক ছাত্র ও তিন শিক্ষক দিয়ে একটি প্রাইমারি স্কুলের কার্যক্রম। শিক্ষা অফিস বলছে, বিদ্যালয়টি বন্ধ করে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তবে, সীমিত শিক্ষক দিয়ে হলেও বিদ্যালয়টি চালু রাখার দাবি জানিয়েছে স্থানীয়রা।
খুলনা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ডুমুরিয়া উপজেলার বিল খুলশী ও বিল ডাকাতিয়ার মাঝামাঝি প্রত্যন্ত গ্রাম ময়নাপুর। এই গ্রামের ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী একজন আর শিক্ষক ৩ জন।
সরেজমিন পরিদর্শনকালে, ছুটির দিন না হলেও শিক্ষার্থী ও শিক্ষক কাউকে পাওয়া যায়নি। তিনটি কক্ষই তালাবদ্ধ ।বিদ্যালয়ের বারান্দায় এক কৃষক দম্পতি ধান মাড়াই করছেন।
শুরুতে বিদ্যালয়টিতে শতাধিক শিক্ষার্থী থাকলেও আস্তে আস্তে কমতে থাকে। স্থানীয়রা বলছে, ময়নাপুর গ্রামে ২৯টি পরিবারে ৭ বছর ধরে শিশুর জন্ম না নেওয়ায় নতুন কোন শিক্ষার্থী তৈরী হয়নি। পার্শ্ববর্তী গ্রামে ভালো অবকাঠামোর একটি বিদ্যালয় হওয়ায়, এই বিদ্যালয়ে শিক্ষার্থী কমতে শুরু করে। তবে সীমিত শিক্ষক দিয়ে হলেও বিদ্যালয়টি চালু রাখার দাবি জানান তারা।
স্থানীয় ইউপি সদস্য বলছেন, অবকাঠামোর সঠিকভাবে গড়ে তুলতে পারলে, বিদ্যালয়টি
চালানো সম্ভব হবে।
তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, শিক্ষার্থী সাভের্র পর মার্চ মাসে ময়নাপুর বিদ্যালয়টি বন্ধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
বিদ্যালয়টি সীমিত আকারে চালু রাখা হলে ভবিষ্যতের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করেন স্থানীয়রা।