এক টানা ভূ-গর্ভস্থ পানি উত্তোলনে উচ্চ খরার ঝুঁকিতে রাজশাহী বরেন্দ্র অঞ্চল
- আপডেট সময় : ০৫:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
৮০’র দশক থেকে টানা ভূ-গর্ভস্থ পানি উত্তোলনে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল এখন উচ্চ খরার ঝুঁকিতে। পানির হাহাকারে মরুকরণের রূপ নিতে যাচ্ছে এ অঞ্চল। আর পানি সংকটে গত ৭ বছরে ধানের উৎপাদন কমেছে ২৮ ভাগ। তাই ভূ-উপরিস্থ পানির ব্যবহারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জাতীয় খরা সম্মেলনে দাবি উঠেছে।
সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ মিলনায়তনে জাতীয় খরা সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, সেচের জন্য বরেন্দ্র অঞ্চলে প্রতিবছর কি পরিমাণ পানি উত্তোলন হচ্ছে এবং এর বিপরীতে কী পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে তার কোনো গবেষণা নেই। ভূ-গর্ভস্থ পানির ব্যবহারের ক্ষতি নিয়ে গবেষণা হলে সরকার এই অঞ্চলের বিষয়টি কর্মপরিকল্পনার নীতিগত স্বীকৃতি দেবে। এর ফলে ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।