এক ডজন মামলার আসামী সোহেল খাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের হত্যাসহ অন্তত এক ডজন মামলার আসামী সোহেল খাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গেলরাতে দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে তাকে কুপিয়ে হত্যা করে। পুলিশ জানায়, কুমড়ি গ্রামের বাসিন্দা সোহেল আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার ও প্রতিপক্ষের ভয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলো। সোহেল গোপনে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় ঘরের বাইরে অবস্থান করছিলেন সোহেল। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত সোহেলের নামে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ছাত্রলীগ নেতা শেখ জহিরুল ইসলাম রেজওয়ান, যুবদল নেতা তনুসহ ৪টি হত্যা মামলা এবং মারামারিসহ অন্তত এক ডজন মামলা রয়েছে।