এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বিএনপি
- আপডেট সময় : ১০:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
১০ দফা নয়, সরকার পতনে একদফার আন্দোলন চান বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর নয়াপল্টনে সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। তাদের দাবি, সরকার একতরফাভাবে ১৪ বছরে দেশের অর্থনীতি, রাজনীতি, মানবাধিকারসহ, গণতন্ত্র এবং ভোটাধিকার হরণ করছে। তাই, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র ফিরিয়ে আনতে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারী দেন বিএনপি কর্মীরা।
রাজধানীর পল্টন, মতিঝিল ও প্রেসক্লাবের সামনে আলাদা সমাবেশ করে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। সমাবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল ব্যানার ফেস্টুনসহ অংশ নেন তৃণমূল নেতা-কর্মীরা।
নেতাকর্মীদের পদচারনায় মুখর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। ফকিরাপুল মোড় থেকে কাকরাইল নাইট্যাঙ্গেলের মোড় হয়ে কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল।
সমাবেশে আগত তৃণমূল নেতাকর্মীরা-আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন।
বিগত দুটি জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগো তুলে ধরেন তারা।
সমাবেশ থেকে এক দফা সরকার পতন আন্দোলনের কর্মসূচি ঘোষণায় রাজপথে থাকারও প্রত্যয় জানান তৃণমূলের কর্মীরা।
সরকারের পতন না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন গড়ে তুলতে সব পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির নেতাকর্মীদের ।