এক দফা ঘোষনার পর, সারাদেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বিএনপি : কাদের

- আপডেট সময় : ০১:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৫৬২ বার পড়া হয়েছে
এক দফা আন্দোলন ঘোষণার পর সারাদেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বিএনপি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তত্ববধায়ক সরকার ও শেখ হাসিনার পদত্যাগের দাবি সংবিধানের চরম লঙ্ঘন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকার সংবিধানের বাইরে যাবে না বলেও জানান তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমন্ডলীর বৈঠকে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সূচনা বক্তব্যে তিনি বলেন, বিশ্বের বড় ও নেতৃস্থানীয় দেশগুলোর মাথা ব্যাথা এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে।
বিএনপির আন্দোলনের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চিরাচরিত মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করছে তারা।
সংবিধানের বাইরে কারো চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের।