এক দফা দাবিতে আজও সারাদেশে চলছে বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজও সারাদেশে চলছে বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ। এ নিয়ে অষ্টম দফায় অবরোধ ডাকলো বিএনপি। অবরোধে সকাল থেকেই রাজধানীর সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম কম। ফলে ভোগান্তিতে পড়েন বহু যাত্রী।
এদিকে অবরোধ শেষে কাল ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে বিএনপি। বিএনপি’র পর জামায়াতে ইসলামীও আলাদাভাবে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করে। তাছাড়া, সমমনা দলগুলোও পৃথকভাবে অবরোধ-হরতালের ডাক দিয়েছে।