এক ফসলি জমি তিন ফসলিতে পরিণত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
লোলতাই খাল পুন:খনন করায় পাল্টে গেছে ঠাকুরগাঁওয়ের কৃষি চিত্র। এক ফসলি জমি এখন তিন ফসলিতে পরিণত হয়েছে। এর মাধ্যমে এলাকায় ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি বিপ্লব এনেছে বলে মনে করে সংশ্লিষ্টরা।
খরাপ্রবণ ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈল উপজেলার নয়টি ইউনিয়নের পাঁচ হাজার একর জমি, বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকতো। বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় দেড় কেটি টাকা ব্যয়ে প্রায় ১৯ কিলোমিটার খালটি খনন করে বিএডিসি। এতে পাল্টে গেছে এলাকার দৃশ্যপট।
প্রকল্প বাস্তবায়িত হওয়ায় এ অঞ্চলের কৃষির উন্নতি হয়েছে বলে জানান, সংশ্লিষ্টরা।বৃটিশ ম্যাপেও লোলতাই খালের অস্তিত্ব পাওয়া যায়।