এক বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনা বেড়েছে ২৪ দশমিক ৭৬ শতাংশ
- আপডেট সময় : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
এক বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনা বেড়েছে ২৪ দশমিক ৭৬ শতাংশ। নিহতের সংখ্যা ৩১ দশমিক ৪১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। রাষ্ট্রীয় উদাসনীতা ও গণপরিবহনে সুষ্ঠু নীতির অভাবই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বলছেন ড. হোসেন জিল্লুর রহমান। সড়ক-মহাসড়কে সরকারের কঠোর নজরদারির বাস্তবায়নই দুর্ঘটনা কমাতে পারে বলে মত দেন বিশেষজ্ঞরা।
ঈদুল আজহার যাত্রাপথে মধ্য জুলাই পর্যন্ত সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটে ৩১৯টি। এতে নিহত হয়েছেন ৩৯৮ জন। ৭৭৪ জন আহত। রেল-নৌপথে এ ক’দিনে নিহতের সংখ্যা ৪৪০ এবং আহত ৭৯১ জন।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এসব তথ্য তুলে ধরেছে।
গেলো সাত বছরের তুলনায় এবার ঈদুল আজহায় সড়কে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি, জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
জনস্বার্থের নয়, রাজনৈতিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শতশত যাত্রী। মন্তব্য করেন ড. হোসেন জিল্লুর রহমান।
ঈদের আগে গাড়ী চালকদের রোটা তালিকা করে তা সরকারের কাছে জমা দেয়ার পক্ষে মত দেন বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ।
এ তালিকা মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মত এই বিশেষজ্ঞের।