এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করেছে মোবাইল ব্যাংকিং এজেন্টগুলো
- আপডেট সময় : ০৮:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৮০১ বার পড়া হয়েছে
হুন্ডির মাধ্যমে এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করেছে মোবাইল ব্যাংকিং এজেন্টগুলো। সারাদেশে হুন্ডিতে জড়িত ৫ হাজার এজেন্টকে সনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ…সিআইডি। ঢাকা ও চট্টগ্রাম থেকে অবৈধ ডিজিটাল হুন্ডি কারবারীর দায়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী।
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। কিন্তু সে অর্থ যদি বৈধ চ্যানেলে না আসলে যোগ হয় না রির্জাভে।
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের আড়ালে দীর্ঘ দিন ধরে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে অর্থ লেনদেন করে আসছিল বেশ কয়েকেটি চক্র।সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান জানান, সারাদেশে হুন্ডির সাথে জড়িত ৫ হাজারের বেশি এজেন্ট একাউন্টের সন্ধান পেয়েছে সিআইডি
অবৈধ হুন্ডি’র কারণে গত ৪ মাসে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার রেমিট্যান্স থেকে বঞ্চিত হয়েছে দেশ। যা বছরে ৭৫ হাজার কোটি টাকার সমপরিমান।
সিআইডি জানায়, এ চক্রের সদস্যরা দেশি ও বিদেশি এজেন্টের মাধ্যমে অর্থ নিয়ে তা বাংলাদেশে না পাঠিয়ে স্থানীয়ভাবে পরিশোধ করছে। ফলে ক্ষতগ্রস্ত হচ্ছে দেশের রেমিট্যান্স প্রবাহ।