এক যুগে ঢাকা ওয়াসার পানির দাম বেড়েছে তিনগুণ
- আপডেট সময় : ০৭:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গত এক যুগে ঢাকা ওয়াসার পানির দাম বেড়েছে তিনগুণ। মাসে মাসে গ্রাহকরা দাম পরিশোধ করলেও কাঙ্খিত সেবা মেলেনি বলে অভিযোগ গ্রাহকদের। এরই মধ্যে নতুন করে পানির দাম বাড়ানোর প্রস্তাবনায় গ্রাহকদের মাঝে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ।
ঢাকা ওয়াসা আইনে প্রতি বছর ৫ শতাংশ পানির মূল্য বৃদ্ধি করার নিয়ম থাকলেও এক যুগে তা বেড়েছে তিনগুণ।
যথাযথ সেবা না মিললেও ওয়াসার বিল ঠিকই পরিশোধ করে আসছেন তারা।
পরিসংখ্যান বলছে, ২০০৯ সালে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের কাছ থেকে এক হাজার লিটার পানির মূল্য রাখতো ৫ টাকা ৭৫ পয়সা । এরপর প্রতি বছরই ঢাকা ওয়াসা ৫ শতাংশ হারে পানির দাম বাড়ায়। ২০১৬ সালের একই বছরে দুই বার বাড়ানো হয় পানির মূল্য।
সবশেষ গত বছরের জুলাই থেকে আবাসিকে ১৪ দশমিক ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ১৫ দশমিক ১৮ পয়সা করা হয় এবং বাণিজ্যিক গ্রাহকদের ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা মূল্য নির্ধারণ করা হয়।
২০ শতাংশ মূল্য বৃদ্ধি হলে আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য গুণতে হবে ২১ টাকা ২৫ পয়সা এবং বাণিজ্যক গ্রাহকদের জন্য তা গিয়ে দাড়াবে ৫৮ দশমিক ০৮ পয়সা।
এদিকে, পানির দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে ওয়াসা কর্তৃপক্ষ বলছে সরকারের ভর্তুকি কমাতেই এই উদ্যোগ ওয়াসা বোর্ডের। তবে, করোনা পরিস্থিতিতে পানির মূল্য না বাড়িয়ে অন্য কোন উপায়ে সরকারের ভর্তুকি কমিয়ে আনা হোক বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
সট: গোলাম রহমান, সভাপতি, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।