এক যুগ ধরে ছাত্রলীগ নেতার দখলে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির হল
- আপডেট সময় : ০৫:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৭৭১ বার পড়া হয়েছে
ছাত্র না হলেও একযুগ ধরে তাদের দখলে রয়েছে প্রতিষ্ঠানের হল। হলে বসেই দেদারছে চলে মাদক সেবন। তার জেরে শিক্ষার্থীদের মারধর, সিট বাণিজ্য আর পুরো ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বগুড়ায় ছাত্রলীগ নেতা সজল ঘোষ ও তার সহযোগীরা। এর প্রতিবাদেই ফুঁসে উঠেছে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা।
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ। বহিরাগত হয়েও বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষের মদদে পরিচালনা করছে কলেজের হোস্টেল। শিক্ষার্থীদের অভিযোগ, ২১৮ রুম দখল করে প্রকাশ্য মাদক সেবন আর নানা অনৈতিক কাজে জড়িত এই গং। কথা না শুনলেই চলে মারধর, অমানুষিক নির্যাতন।
ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে। সজলকে গ্রেপ্তারের সঙ্গে অধ্যক্ষকে অপসারণের দাবি তাদের।
সজলের অপকর্মের ব্যাপারে কিছুই জানেন না, জানালেন কলেজ অধ্যক্ষ।
অপরাধীকে গ্রেপ্তার ও ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন অভিভাবকদের।