এক শিক্ষকের ঘাড়েই পাঁচ শ্রেণীর ক্লাস
- আপডেট সময় : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়া কুমারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক একাই নেন পাঁচটি শ্রেণির ক্লাস। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। এ সমস্যা সমাধানের উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ৫৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এটি। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ১১২ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের পাঠদানের জন্য ৫ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া একজন শিক্ষক দিয়েই মুল পাঠদানের কার্যক্রম চলছে। শিক্ষক সংকট থাকায় ক্লাসে বেশিরভাগ সময় গল্প-গুজব আর খেলা করেই ছাত্র-ছাত্রীদের দিন কাটে। এমন কথা জানায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক ব্যস্ত থাকেন অফিসের নানান কাজে। সারাদিন একাই ক্লাশ নেন সহকারী শিক্ষক। শিক্ষক সংকটের পাশাপাশি রয়েছে দপ্তরী ও আয়ার সংকট। এতে দৈনিক জাতীয় পতাকা তোলা, প্রধান শিক্ষকের অফিস ও ক্লাস রুম খুলতে হয় শিক্ষার্থীদের। বিদ্যালয়ে সাংবাদিক এসেছে এমন খবরে প্রধান শিক্ষক দ্রুত চলে আসেন বিদ্যালয়ে। শিক্ষার্থীদের তালা খোলার বিষয়টি অস্বীকার করেন তিনি।
কয়েক দফায় শুন্য পদে বিদ্যালয়টিতে শিক্ষক পদায়ন করা হয়েছে। কিন্তু শহর থেকে দূরত্ব বেশি হওয়ায় বেশিদিন কেউ থাকতে চায় না বলে জানান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিদ্যালয়টিতে দ্রুত শিক্ষক নিয়োগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুত এ বিদ্যালয়ের সমস্যা সমাধানের দাবী সচেতন মহলের।