এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে সর্বোচ্চ ২০ টাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরও গেল এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে কেজিপতি পেঁয়াজের দাম বেড়েছে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত।
গেল ঈদুল ফিতরে যে পেঁয়াজের কেজি প্রতি দাম ছিল ৩০ টাকা তা এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। হঠাৎ পেঁয়াজের এমন উর্ধ্বমূল্যে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের সরবরাহ ও মজুত স্বাভাবিক থাকা সত্ত্বেও মোকাম মালিকরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। ১২০০ টাকা মণের পেঁয়াজ এখন ১৭০০ টাকা। পেঁয়াজ আমদানিকারকরা বলছেন- গেল ১৫ই মার্চ থেকে হিলি স্থলবন্দরসহ সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম।