এক সপ্তাহের যুদ্ধের পর আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ তালেবানের দখলে
- আপডেট সময় : ০৮:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
প্রায় এক সপ্তাহর যুদ্ধের পর আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ তালেবানের দখলে এসেছে বলে জানিয়েছে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। সোমবার কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদন এ তথ্য দেয়া হয়েছে।
এদিকে তালেবানের বিরুদ্ধে জাতীয় অভ্যুত্থানের ডাক দিয়েছে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণকারী- জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমেদ মাসুদ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। আহমেদ মাসুদ বলেন, আলেমদের অনুরোধ উপেক্ষা করে তার বাহিনীর উপরে হামলা করেছে তালেবান। আর সেই হামলায় রোববার তার পরিবারের কয়েক সদস্য নিহতও হয়েছে বলে দাবি করেন তিনি। আহমেদ মাসুদ আরও দাবি করেন, প্রতিরোধ বাহিনী এখনও পাঞ্জশিরে রয়েছে। তারা তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তবে মাসুদের এই দাবি আগেই প্রত্যাখ্যান করেছে তালেবান। প্রায় ১৯ মিনিটের ওই অডিও বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করেন আহমেদ মাসুদ। তিনি দাবি করেন তালেবানকে বৈধতা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। আর এই কারণেই তালেবানের সামরিক ও রাজনৈতিক আত্মবিশ্বাস বাড়ছে।