এক সপ্তাহে ডেঙ্গু পরিস্থিতির সামান্য উন্নতি
- আপডেট সময় : ০৭:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
গেলো এক সপ্তাহে দেশের ডেঙ্গু পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে।তবে এ বছর ডেঙ্গু আক্রান্তদের শারিরীক নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।রাজধানীর মিডফোর্ড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের রোগীদের স্বজনদের অভিযোগ, চিকিৎসক-নার্সদের সময়মতো পাচ্ছেন না তারা। তবে বিষয়টি অস্বীকার করেছেন চিকিৎসকরা।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সতের হাজার ছাড়িয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের। ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করা হলেও কেবল রাজধানীর সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতাল ছাড়া অন্য কোথাও তেমন চিকিৎসার ব্যবস্থা নেই বললেই চলে।
তবে মিডফোর্ড হাসপাতালেও চিকিৎসা নিয়ে নানা অভিযোগ। তারা বলছেন,রোগীর অবস্থা সংকটাপন্ন হলেও,তেমন কারো সাড়া মেলে না।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন এখানকার চিকিৎসকরা তাদের মতে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা ভালো।
তবে ডেঙ্গু নিয়ে সংশ্লিষ্টদের আরো সচেতন হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ডেঙ্গুর বাহক এডিস মশা জন্ম বাসাবাড়ির ছোটখাট পাত্রে । তাই আতুড় ঘর ধ্বংস করলেই কমবে এডিস মশার উৎপাত।
শনিবারও ডেঙ্গুতে আক্রান্ত ২২১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।