এক সপ্তাহ যাবৎ খুলেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো
- আপডেট সময় : ০৬:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনার লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর এক সপ্তাহ যাবৎ খুলেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। সংক্রমণ কিছুটা কমে আসায় পর্যটকদের সমাগমও বাড়ছে প্রতিদিন। ফলে ব্যস্ততা বেড়েছে আবাসিক হোটেলগুলোতে। তবে পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াত, রিফ্রেশমেন্ট সহ সার্বিক সুযোগ-সুবিধা না বাড়ায় এখনো ফ্যামিলি ট্যুরের সংখ্যা আশানুরূপ বাড়ছে না। আর এ অবস্থাতে লকডাউনের ক্ষতি কাটিয়ে ওঠা চ্যালেঞ্জ বলে মনে করছেন সিলেটের ব্যবসায়ীরা। সিলেট থেকে আবু বকর আল আমিনের প্রতিবেদন।
সিলেটের বৈচিত্র্যময় সৌন্দর্য বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে টানে। যার জন্য সিলেটে পর্যটক সমাগম হয় সারা বছরই। গত বছরের মার্চে করোনার সংক্রমণ শুরুর পর থেকেই বন্ধ করে দেয়া হয় পর্যটন কেন্দ্রগুলো। মাঝখানে কিছুদিন খুলে দেয়া হলেও সংক্রমণ বাড়ায়,এপ্রিলের শুরুতে আবার নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে গত ১৯ আগস্ট থেকে পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় ক্রমান্বয়ে সিলেটে বাড়ছে পর্যটকদের সংখ্যা। আর এতে ব্যস্ততা বেড়েছে সিলেটের হোটেল-মোটেলগুলোতে,প্রতিদিনই বাড়ছে পর্যটকসংখ্যা। তাই কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
স্বাভাবিক সময়ের চেয়ে পর্যটক সংখ্যা কম হলেও ধীরে ধিরে বাড়বে বলে জানান ট্যুর গাইড সংশ্লিষ্টরা। করোনা বেশি প্রভাব পড়া পর্যটন শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে রাস্তাঘাট সহ পর্যটন এলাকার সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধিতে এখনই সরকারের নজর দেয়া উচিৎ বলে মনে করেন হোটেল মালিকরা।