এক সময়ের প্রতাপশালী ওসি এখন কারাগারের কনডেম সেলে বন্দী
- আপডেট সময় : ০২:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
এক সময়ের প্রতাপশালী ওসি এখন কারাগারের কনডেম সেলে বন্দী। আগের মতো গলা উঁচিয়ে কথা না বলে কয়েদীর পোশাকে এখন চুপচাপ তিনি।মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ দাশের ফাঁসির রায়ের খবরে খুশি অনেকে। আলোচিত এ মামলায় খালাস পেয়ে পুলিশের ৭ সদস্য কারাগার থেকে বাড়ি ফিরেছেন। আইনের অপব্যবহারকারী প্রদীপ-লিয়াকতের প্রশ্রয়দাতাদেরও শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের।
এভাবেই উঁচু গলায় হুংকার দিয়ে কথা বলতেন ওসি প্রদীপ। গল্পের খল নায়কের মতো, তার নাম বলে ওই এলাকায় ছোট্ট শিশুটিদের ঘুম পাড়াতেন মায়েরা। প্রতাপশালী সেই মানুষটিই এখন ঘুমোতে পারছেন না। আরাম-আয়েশের রঙ্গীন জীবন থেকে এখন চার দেয়ালে বন্দী হয়ে মৃত্যুর প্রহর গুণছেন তিনি।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পেয়ে কনডেম সেলে কয়েদির পোশাক পড়ে অপেক্ষা করছেন প্রদীপ। দু’বছর আগেও কথিত বন্দুকযুদ্ধের ভয় দেখিয়ে অর্থ আদায়, চাঁদাবাজি ও ধর্ষণ-নির্যাতনের নানা অভিযোগে তিনি ছিলেন এক মূর্তিমান আতংক।
ওসি প্রদীপের মৃত্যুদণ্ডের রায়ের খবরে খুশি ভুক্তভোগীরা। সাধারণ মানুষ বলছে, এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, প্রদীপ-লিয়াকতের মতো ব্যক্তিদের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা দরকার।
বহুল আলোচিত এই হত্যা মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাসহ দুই জনের মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে খালাস দিয়েছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।