এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বাড়লেও এখনই লকডাউনের কথা সরকার ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের। এদিকে, যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। রোববার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ওদিকে, গত এক সপ্তাহে দেশে ১১৫ শতাংশেরও বেশি করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার দুপুরে ঢাকায় থাকা বিদেশি কূটনীতিকদের করোনা প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।এসময় তিনি জানান, করোনা সংক্রমণ বাড়লেও আপাতত সরকার লকডাউনের কথা ভাবছে না।
সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ৮ বিভাগে ১শ’ শয্যার ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। এ সময় তিনি দাবি করেন, সরকারের যথাযথ পদক্ষেপে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছে।
করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গত এক সপ্তাহে দেশে ১১৫ শতাংশেরও বেশি করোনা সংক্রমণ বেড়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে নিয়মিত করোনা বিষয়ক ব্রিফিংয়ে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।