এখনও কিছু মানুষ চায় না দেশে হিন্দুরা থাকুক : জে এল ভৌমিক

- আপডেট সময় : ০৯:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৮৭৮ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনের প্রাক্কালে দূর্গাপূজা ঘিরে কোনো হামলার শঙ্কা নেই, তবে ২০০১ থেকে ২০০৬ সালে যে সাম্প্রদায়িক হামলা হয়েছিলো, তার পুনরাবৃত্তি চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার। ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জে এল ভৌমিক বলেন, এখনও কিছু মানুষ চায় না দেশে হিন্দুরা থাকুক, তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেনা।
কাশফোটা শরকাব্য প্রকৃতিতে ছড়িয়েছে আগমনী সুর।রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া।
আগমনী আরাধণায় শুরু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, তাই তো রাজধানীসহ সারাদেশের মন্ডবগুলোতে চলছে দেবী বরণের শেষ মুহুর্তে প্রস্তুতি ।
শারদোৎসবের আমেজ যেনো বাধাহীন। তাই মন্ডপের কঠোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে চায় মহানগর সার্বজনীন পূজা কমিটি । রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
অসাম্প্রদায়িক চেতনার রক্ষায় সার্বিক নিরাপত্তার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি। এবার সারাদেশে ৩২ হাজার ৪০৮ মণ্ডপে পাবেন দেবী দুর্গা। ৫ দিনব্যাপী শারদীয় এই উৎসব ২০ অক্টোবর শুরু হয়ে ২৪ অক্টোবর বিসর্জনের ভিতর দিয়ে শেষ হবে।