এখনও পানিবন্দি নিম্ন ও চরাঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ
- আপডেট সময় : ১২:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
নদ-নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও পানিবন্দি নিম্ন ও চরাঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ। সড়কে পানি জমে থাকায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা।
কুড়িগ্রামে ধরলা, দুধকুমারসহ অন্য নদ-নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপৎসীমার ওপরে।
জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ও সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন অনেকে। তবে বন্যার পানিতে তলিয়েছে ১২ হাজার হেক্টর ফসলি জমি।
বগুড়ায় গত তিন দিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এখনও বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সঙ্গে সঙ্গে বাড়ছে নদী ভাঙ্গন। তবে বাঁধের উঁচস্থান ও বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়া বন্যার্ত মানুষ এখনো ঘরে ফিরতে পারেনি।