এখনো নেভেনি সুপার বোর্ড কারখানায় লাগা আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে সুপার বোর্ড কারখানায় লাগা আগুন প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি আগুন।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও বর্তমানে আগুন নির্বাপণে ঘটনাস্থলে রয়েছে ৫টি ইউনিট। সকালে ফায়ার সার্ভিসের গজারিয়া ইউনিটের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, দমকল বাহিনীর চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আর আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবে বিপুল পরিমাণে পাটখড়ি ও কাঠজাতীয় দাহ্য পদার্থ থাকায় পুরোপুরি নির্বাপণ করা যাচ্ছে না আগুন। এদিকে ১৯ ঘণ্টায়ও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।