এখনো পানিবন্দি খুলনার মানুষ
- আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সাম্প্রতিক বন্যা ও ভারী বৃষ্টিতে খুলনাসহ ৩ জেলার ১০টি ইউনিয়নের পানি এখনো নামেনি। এতে অন্তত আড়াই লাখ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। এ অবস্থার স্থায়ী সামধান চান ভুক্তভোগীরা। জলাবদ্ধতা দূর করতে প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে পানি উন্নায়ন বোর্ড।
খুলনা জেলার ডুমুরিয়া,সাতক্ষীরা জেলার তালা এবং যশোর জেলার কেশবপুর উপজেলার ১০টি ইউনিয়নে স্থানীয় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নষ্ট হয়েছে ১৫ হাজার একর জমির ফসল ও মাছ। চুকনগর-যশোর সড়কের উপরে টঙ ঘর তৈরী করে বসবাস করছে অনেক মানুষ।
স্থানীয়রা বলছে, নদীতে পলি জমে যাওয়া,সেপ্টেম্বর-অক্টোবর মাসে ভারী বৃষ্টি এবং পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় এ অবস্থা দিন দিন মানবেতর জীবন পার করতে হচ্ছে তাদের।
জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে ফসলে মাঠ,ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন,অবিলম্বে নদী এবং খাল খনন করে পানিবন্দী মানুষদের জলবদ্ধতা থেকে রক্ষা করা জরুরী।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকতা বলছেন, নতুন করে বৃষ্টি না হলে দুই এক মাসের মধ্যে জলবদ্ধতা কমে যাবে আর স্থায়ী জলবদ্ধতা নিরসনের জন্য নতুন করে টিআরএম প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে জলাবদ্ধ এলাকা বন্যাদুর্গত হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন বিল ডাকাতিয়া রক্ষা কমিটি।