এখন পর্যন্ত সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি: স্বাস্থ্য সচিব
- আপডেট সময় : ০৭:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দেশের কিছু গণমাধ্যমে প্রচারিত সাধারণ ছুটির তথ্যটি সঠিক নয় জানিয়ে, স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দুপুরে কেন্দ্রীয় ঔষধাগারের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আগামী ৮ এপ্রিল থেকে সারাদেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, টিকা নিলেও করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।
রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের সোমবার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাধারণ ছুটির বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য সচিব।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, চল্লিশোর্ধ ও অগ্রাধিকার ভিত্তিতে দেয়া টিকার দ্বিতীয় ডোজের পরেই, সিদ্ধান্ত হবে বাকীদের বিষয়ে।এরআগে উদ্বোধনী অনুষ্ঠানে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি না মেনে চলাচল এবং বিভিন্ন অনুষ্ঠানে জনসমাগমের প্রবণতার কারণেই বাড়ছে সংক্রমণ।
দেশকে করোনামুক্ত করতে সরকারকে সহযোগিতা করার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী।