এগারো বছর পর কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৯৫৭ বার পড়া হয়েছে
সাজ সাজ রব রংপুর নগরীতে। ১১ বছর পর কাল বিকালে জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের উন্নয়নে ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি প্রকল্প উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। আগামী সংসদ নির্বাচনের প্রচারণার সূচনা ও নতুন চমক পাওয়ার আশা রংপুরবাসীর।
রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকাল তিনটায় রংপুর জিলা স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এসময় কেন্দ্রীয় বাস টার্মিনাল, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, ১০ শয্যা বিশিষ্ট পাঁচটি হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস ভবন, বিভিন্ন সেতু ও সড়ক নির্মাণসহ প্রায় ২৭টি প্রকল্প উদ্বোধন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, পিএসসির আঞ্চলিক কার্যালয় ,কল-কারখানা পরিদর্শন অফিস, মহিলা হোস্টেলসহ আরো পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
হবে।
এর আগে ২০১১ সালে প্রধানমন্ত্রী একই মাঠে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দেন।
জনসভার ভাষণে নারী ও যুবকদের জন্য চমক থাকবে বলে জানালেন নারী নেত্রী ও যুবনেতা।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। জনসভার নিরাপত্তায় থাকবে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রংপুরের এ জনসভা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।