এটিএম বুথে নেই স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা
- আপডেট সময় : ০২:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ ঠেকাতে বগুড়ায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে নেই স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা। বেশিরভাগ বুথে হাত ধোয়ার ব্যবস্থা নেই। আবার কোথাও জীবানুনাশকও নেই। এ কারণেই করোনা সংক্রমণের আশঙ্কা করছেন গ্রাহকরা।
করোনা ছড়িয়ে পড়ায় ব্যাংকের স্বাভাবিক লেন-দেনের সময় কমেছে, বেড়েছে এটিএম বুথ ব্যবহার । বগুড়া শহর ও আশ-পাশের শতাধিক এটিএম বুথের বেশির ভাগই এখন অরক্ষিত। বুথে করোনা থেকে সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও, তা মানা হচ্ছে না। বুথগুলোতে পর্যাপ্ত জীবানুনাশক স্প্রে, হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস কিংবা সুরক্ষার ভাল ব্যবস্থা নেই।
সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন গ্রাহকরা। আবার নিরাপত্তা কর্মীদের অভিযোগ, বারবার বলার পরও অনেক গ্রাহকই স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মানছে না।
তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে তারা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রেখেছেন।
করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমন ঠেকাতে বুথগুলোতে সুরক্ষা ব্যবস্থা জোরদার আর বাংলাদেশ ব্যাংকের মনিটরিং ব্যবস্থা চালুর দাবি গ্রাহকদের।