এটিপি ফাইনালসের সেফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
এটিপি ফাইনালসের সেফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্টেফানোস সিতসিপাসকে হারিয়ে শেষ চার নাম তোলেন তিনি। ২-১ সেটে হারিয়েছেন এই গ্রিক তারকাকে।
প্রথম দুই ব্রেক পয়েন্ট হারালেও ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন নাদাল। অবশ্য দ্বিতীয় সেট একই ব্যবধানে জিতে লড়াইয়ের আভাস দেন সিতসিপাস। কিন্তু তৃতীয় সেটে অবশ্য অপ্রতিরোধ্য স্প্যানিয়ার্ড। ৬-২ তে জিতে নেন শেষ সেট। বছরের শেষ টুর্নামেন্টের সেমিতে ফর্মের তুঙ্গে থাকা দানিল মেদভেদেভকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন ওয়ার্ল্ড নাম্বার টু।