এডিপির আকার কমিয়ে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা অনুমোদন
- আপডেট সময় : ০৮:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি- এডিপি’র আকার ১৮ হাজার কোটি টাকা কমিয়ে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়। পরে পরিকল্পনামন্ত্রী আব্দুল সালাম জানান, চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করে সুফল মিলবে এমন নতুন প্রকল্প নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি অনিশ্চয়তা উন্নয়নে সমস্যা তৈরি করেছে মন্তব্য করে আবদুস সালাম বলেন, রাজনৈতিক পরিস্থিতির সাথে দেশের উন্নয়ন অগ্রগতি সম্পৃক্ত।
চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি চূড়ান্ত করতে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। চলতি বছর মূল এডিপি ছিল দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার। সংশোধিত এডিপিতে আকার ১৮ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে বৈদেশিক অংশে কমেছে ১০ হাজার ৫০০ কোটি আর সরকারের অংশে সাড়ে সাত হাজার কোটি টাকা। মূল এডিপিতে এক হাজার ৩৪০টি প্রকল্প থাকলেও সংশোধিত এডিপিতে বেড়ে এক হাজার ৫৮০টি হয়েছে।
এনইসির সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আব্দুল সালাম, প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার ও পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। সভায় দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। জানান, অল্প বরাদ্দে দ্রুত সুফল মিলবে এমন প্রকল্প গ্রহণ করা হবে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি অনিশ্চয়তায় উন্নয়ন কাজে সমস্যা তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর পরিস্থিতি স্থির হয়েছে। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাজ এগিয়েছে বলেও জানান আব্দুল সালাম।