এতিম হয়ে আশ্রয়ের খোঁজে পুলিশের পেছনে পেছনে ঘুরছে সরকার : আমীর খসরু
- আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
১০ দফা দাবীতে দেশব্যাপী সব মহানগরে পদযাত্রা করেছে বিএনপি। এসময় নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রায় কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ১০ দফা দাবি আদায়ে ২৫ ফেব্রুয়ারী জেলায় জেলায় পদযাত্রা করবে বিএনপি।
আওয়ামী লীগ সরকার এতিম হয়ে গেছে, তাই আশ্রয়ের খোঁজে এখন পুলিশের পেছনে পেছনে ঘুরছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের কাজির দেউরীতে পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। খসরু আরো বলেন, দেশব্যাপী শান্তি সমাবেশের নামে সন্ত্রাসীদের সমাবেশ করছে আওয়ামী লীগ।
রংপুর নগরীর সাতমাথায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তেল, গ্যাসের দাম কমানোসহ ১০ দফা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর মহানগর বিএনপির পদযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় দলের কেন্দ্রীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে বরিশালে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান এবং মহানগর বিএনপি’র সদস্য সচিব জাহিদুল কবির জাহিদসহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা। এসময় চারপাশে আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা কঠোর অবস্থান নেয়।
গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে গাজীপুর মহানগর বিএনপি। এর আগে গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান, প্রফেসর ডা, এ জেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনসহ অনেকেই।