এনআইডিতে মুখচ্ছবি নয় ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ বাধ্যতামূলক করার দাবি
- আপডেট সময় : ০৮:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
প্রস্তাবিত জাতীয় পরিচয় নিবন্ধন আইনে এনআইডির জন্য মুখচ্ছবিকে বাধ্যতামূলক না করে ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে, রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মহিলা আনজুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন, ৩ দফা দাবি জানিয়ে বলেন, শুধু মুখচ্ছবি দিতে রাজী না হওয়ায়, নারীদের এনআইডি বঞ্চিত রাখা মানবাধিকার লঙ্ঘন। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও বিধান অনুযায়ী নারীরা ছবি দিতে বাধ্য নন। সেক্ষেত্রে একজন সিনিয়র নারীকে দিয়ে এবং ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশের মাধ্যমে নারীর শনাক্তকরণের ব্যবস্থা রাখার দাবি জানান তিনি।
মন্ত্রীসভায় অনুমোদন পাওয়া জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩-এ নারীর এনআইডির জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না করার দাবীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করে, রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান। এসময় দরবার শরীফের মহিলা মুখপাত্র বলেন, এনআইডি নির্ভুলভাবে শনাক্ত করার জন্য ফিঙ্গার ও আইরিশই যথেষ্ট। বলেন, মুখচ্ছবিকে পুঁজি করে অপরাধ ও দুর্নীতি হওয়ার সুযোগ থাকে বেশি। এনআইডিসহ রাষ্ট্রের প্রয়োজনীয় সব ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের দাবী জানান তিনি।
শুধুমাত্র মুখচ্ছবি দিতে সম্মতি না দেয়ায় দেশের লক্ষ লক্ষ নারী এনআইডি থেকে বঞ্চিত। এ কারণে ২২টি মৌলিক ও নাগরিক সেবা থেকেও তারা বঞ্চিত। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি আরো বলেন, পর্দানশীন নারীদের রাষ্ট্রীয় নিবন্ধনে আসতে চাওয়া জাতীয় নিরাপত্তার জন্য ইতিবাচক। তাই তাদের ধর্মীয় অধিকার অক্ষুন্ন রেখেই এনআইডি সুবিধা প্রদানের দাবি জানান শারমিন ইয়াসমিন।