এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দিলে কোন জটিলতা হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দিলে কোন জটিলতা হবে না।
দুপুরে ঢাকার পুরনো কারাগারে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিধিনিষেধ দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ নিয়ে শুধু নিরাপত্তাবাহিনী নয় সামাজিক ও রাজনৈতিক এবং সর্বস্তরের সকলকেই দায়িত্ব নিতে হবে। এসময়ে টিকটক নিয়ে সরকারের অবস্থান তুলো ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন, দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে।