এনআইডি সেবা এখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে না : নির্বাচন কমিশন সচিব
- আপডেট সময় : ০৮:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম এখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম। তিনি বলেন, এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করবে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন সচিব। অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন প্রশিক্ষণ শুরু হবে জানিয়ে জাহাংগীর আলম বলেন, ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে নির্বাচনের সার্বিক প্রস্তুতি রয়েছে কমিশনের।
জাতীয় পরিচয়পত্র সংশোধন বা নতুন ভোটার হতে নির্বাচন কমিশনে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু কয়েকদিন ধরে সাইভার জটিলতায় সময়িক বন্ধ এনআইডি সার্ভার। এতে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। তবে নির্বাচন কমিশন সচিব বলছেন, রক্ষণাবেক্ষণের জন্যই এনআইডি সার্ভার বন্ধ ছিল।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখনই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এনআইডি কার্যক্রম যাচ্ছে না। সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত রোডম্যাপের চেয়ে এগিয়ে আছে কমিশন। সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কে হবেন তা এখন সিদ্ধান্ত হয়নি বলেও জানান মোঃ জাহাংগীর আলম।