এনজিও থেকে ঋণ নিয়ে পশু পালন করে এখন বিক্রির অনিশ্চয়তায় পড়েছে নারী সদস্যরা
- আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
এনজিও থেকে ঋণ নিয়ে পশু পালন করে এখন বিক্রির অনিশ্চয়তায় পড়েছে দিনাজপুরের নারী সদস্যরা। ঈদকে কেন্দ্র করে জেলায় উৎপাদিত এক লাখ ৯৪ হাজার ২৭৩ পশুর বেশিরভাগই পারিবারিকভাবে পালন করা হয়েছে। এর ৭০ শতাংশই বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে পালন করেছে নারী সদস্যরা। করোনা মহামারি তাদের স্বপ্ন ফিকে করে তুলেছে।
দিনাজপুর শহরের কাঞ্চন ডাবগাছ মসজিদের পাশেই একটি গলিতে দু’জন মহিলার বাদানুবাদকে কেন্দ্র করে জটলা হয়েছে। কিস্তি নিয়ে একটি সংস্থার প্রতিনিধি ও ঋণগ্রহীতার সাথে তর্ক চলছিল। গরু বিক্রি করে কিস্তি দেয়ার কথা ছিল। কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না।
খামারগুলোর অবস্থাও একই। গরু বিক্রিতে অনিশ্চয়তা দেখা দেয়ায় কর্মচারিদের বেতন দিতে পারছে না বলে জানায় খামারিরা।
প্রানিসম্পদ অফিস বলছে, স্বাস্থ্যবিধি মেনে জেলায় এবার ৫৯টি পশু হাট বসবে। এছাড়া, অনলাইনেও বেচাকেনা চলবে। করোনার থাবায় সারাদেশের মতো দিনাজপুরের প্রান্তিক মানুষও অসহায় হয়ে পড়েছে। ঋণের কিস্তি পরিশোধ করে সংসার চালাতে সরকারি সহযোগিতা প্রত্যাশা করে তারা।