এনবিআরকে শতভাগ অটোমেশনের আওতায় নিয়ে আসার ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
রাজস্ব আদায়ে সচ্ছতা, জবাবদিহিতা আর হয়রানী বন্ধে এনবিআরকে শতভাগ অটোমেশনের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।
দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট মতবিনিময় সভায় একথা বলেন তিনি। তিনি আরো বলেন, স্থানীয় শিল্পের বিকাশের জন্য কর আদায়ের রুপরেখা ঠিক করা হয়। তিনি জানান, দেশি শিল্পকে সুরক্ষা দিতে তৈরী পণ্যে কর বসানোর বিষয়টি নিয়ে অনেকে না জেনেই সমালোচনা করেন। আসছে বাজেটে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিকে প্রাধান্য দেয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।